[email protected] সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
৭ আশ্বিন ১৪৩২

গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, কারণ জানালেন তাহসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫ ৪:১৫ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ দুই যুগের সংগীতজীবনের পর অবসরের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

জানিয়েছেন, সামনে আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে মঞ্চেই ভক্তদের উদ্দেশে এই ঘোষণা দেন তিনি। গান গাইতে গাইতেই হঠাৎ বলেন, “অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। আসলে শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব। এটা ন্যাচারাল। সারাজীবন কি এভাবে মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়! মেয়ে বড় হয়ে যাচ্ছে, এখন যদি মঞ্চে দাঁড়িয়ে গাই—‘দূরে তুমি দাঁড়িয়ে’—দেখতে কেমন লাগে।”

তার আকস্মিক ঘোষণায় মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় হল। দর্শকদের অনেকে না–না বলে প্রতিক্রিয়া জানান, অনেকেই আবেগে চোখের পানি মুছতে থাকেন। তবে তাহসান নিজের সিদ্ধান্তে অনড় থেকে গান চালিয়ে যান।

পরদিন সোমবার এক গণমাধ্যমকে তিনি সংক্ষেপে বলেন, “একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।”

তাহসান তার সংগীতজীবনে ২৫ বছর পূর্ণ করেছেন। এই রজতজয়ন্তী উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছেন তিনি। ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন নিজের জনপ্রিয় গান দিয়ে। প্রতিটি শহরে দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করেছে, তার জনপ্রিয়তা আজও অটুট। তবে মেলবোর্নে তার বিদায়ী ঘোষণা ভক্তদের মন ভারি করেছে। ট্যুরের শেষ আয়োজন পার্থে অনুষ্ঠিত হওয়ার কথা, তারপর ধীরে ধীরে তিনি সরে দাঁড়াবেন বলেই ইঙ্গিত দিয়েছেন।

তাহসান একাধিকবার জানিয়েছেন, সংগীত তার কাছে সবসময় আবেগের জায়গা। কিন্তু বয়স, সময় আর জীবনের অগ্রাধিকার তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। বিশেষ করে মেয়ের বড় হয়ে ওঠা তার জীবনের বড় প্রভাব ফেলেছে। মঞ্চে লাফিয়ে গান গাওয়া এখন তার কাছে আগের মতো স্বাভাবিক মনে হয় না। একজন বাবা হিসেবে দায়িত্বও বেড়েছে তার।

একই সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সরে দাঁড়িয়েছেন। সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা তার অফিসিয়াল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। এতে অনেক ভক্ত বিস্মিত হলেও তিনি এ নিয়ে আলাদা কোনো ব্যাখ্যা দেননি।

বাংলা রক গানের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যান্ড ‘ব্ল্যাক’–এর মাধ্যমে তার সংগীত ভ্রমণ শুরু। ১৯৯৮ সালে জন কবির, জাহান ও টনির হাত ধরে যাত্রা শুরু হয় ব্যান্ডটির। পরে তাহসান ও মিরাজ যোগ দেন। ২০০২ সালে মুক্তি পাওয়া প্রথম অ্যালবাম ‘আমার পৃথিবী’ তরুণ প্রজন্মের মধ্যে বিপুল সাড়া ফেলে। সেখান থেকে একক ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলা গানের অন্যতম জনপ্রিয় শিল্পী।

তাহসানের এই ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। কেউ লিখেছেন, “আমরা প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য।” আবার কেউ আশা প্রকাশ করেছেন, কিছুদিন বিরতি নিয়ে তিনি হয়তো ফিরে আসবেন। তবে তাহসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন—গানে ফেরার কোনো সম্ভাবনা নেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর