[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

“আমার ফুসফুস প্রায় শেষের দিকে” — আরশ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ৫:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ধূমপান ও ভেপের ভয়াবহ ক্ষতির বিষয়ে সতর্ক করেছেন তরুণ প্রজন্মকে।

রোববার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন,

“বিশ্বাস কর, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই। যারা ধূমপান শুরু করার কথা ভাবছ, দয়া করে সরে দাঁড়াও।

আরশ খান জানান, ধূমপায়ী ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে, তবে প্রায় ৯ মাসে তা স্বাভাবিক হতে পারে। তবে অনেক ক্ষতি কখনোই আর সেরে ওঠে না।

তিনি বলেন,
“আমি স্কুলজীবনে ফ্লেক্স দেখানোর জন্য বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া শুরু করি। ১৯ বছর হয়ে গেছে, আমার ফুসফুস এখন প্রায় শেষের দিকে।”

 

সিগারেট ছাড়ার জন্য ভেপ ধরেছিলেন জানিয়ে আরশ বলেন,
“গত ১৯ বছরে ফুসফুসের যা ক্ষতি হয়েছিল, তার তিনগুণ ক্ষতি হয়েছে গত ছয় মাসে ভেপ খেয়ে। ভেপে যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধও নেই। সেই অংশ চিরদিনের জন্য অকেজো হয়ে যায়।”

 

অভিনেতা আরও লেখেন,
“সিগারেট এমন এক প্রেমিকা, যাকে ছাড়লে একেবারেই ছাড়তে হবে। ভেপকে কোনোভাবেই রিবাউন্ড বানানো যাবে না। আমার মতো ভুল করো না, আগেই ভাবো।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর