ঢালিউডের শক্তিমান অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া।
ডায়াবেটিসজনিত সমস্যার কারণে তার কিডনি অকেজো হয়ে পড়ে। গত ১৬ মাস ধরে তিনি মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত মৃত্যু এড়ানো যায়নি।
প্রয়াত চলচ্চিত্র পরিচালক আজীজ আহমেদ বাবুলের বোন জাহানারা ভূঁইয়া সত্তর দশকে চলচ্চিত্রে আসেন স্বামী চিত্রপরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে।
দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। তবে অভিনয়ের পাশাপাশি গীতিকার হিসেবেও তার যাত্রা শুরু হয়েছিল চলচ্চিত্রে।
সত্তর ও আশির দশকে অভিনেত্রী হিসেবে দাপটের পাশাপাশি তিনি গীতিকার, নির্মাতা ও প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এসআর
মন্তব্য করুন: