[email protected] রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২৭ আশ্বিন ১৪৩২

কাজের চাপেই অসুস্থ হয়েছিলেন ফারুকী - তিশা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৫ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে ঢাকায় ফিরেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিশা লিখেন, ‘কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় উপস্থিত থাকার সময় ফারুকী অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চারদিনের সরকারি সফরে কক্সবাজারে যান ফারুকী। তবে শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সফর স্থগিত করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, সফরে ফারুকীর কক্সবাজার সংস্কৃতি হাব ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তার অসুস্থতার কারণে এসব কর্মসূচি বাতিল করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর