[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

অবশেষে কারামুক্ত হলেন শমী কায়সার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ১:৪৯ এএম

কারামুক্ত হলেন শমী কায়সার

অবশেষে জামিনে কারামুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক শমী কায়সার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।

এর আগে, গত ৫ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসা থেকে শমী কায়সারকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে উত্তরা পূর্ব থানায় দায়ের করা পৃথক দুটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ আগস্ট হাইকোর্টের বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে শমী কায়সারকে জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টা মামলায় জামিন দেওয়া হয়।

পাশাপাশি, ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদের দায়ের করা আরেকটি হত্যাচেষ্টা মামলাতেও তিনি জামিন পান।

তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় বৃহস্পতিবার রাতে তিনি কারামুক্ত হন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর