[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

মুজিব’ সিনেমা থেকে বাদ, আবেগে ভেঙে পড়েছিলেন বাঁধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ আগষ্ট ২০২৫ ৫:৫০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয়ের সুযোগ পাননি জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স তারকা আজমেরী হক বাঁধন।

দু’দফা অডিশন দেওয়ার পরও ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা সম্প্রতি প্রকাশ করেছেন তিনি।

বিগত সরকারের আমলে মুক্তিপ্রাপ্ত প্রায় ৭০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ কোটি) বাজেটের এই ছবিটি পরিচালনা করেছেন ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল। এটি দেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রযোজনা হিসেবে বিবেচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন বলেন,

“আমি দুবার অডিশন দিয়েছি। কিন্তু সুযোগ পাইনি। তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম, হাউমাউ করে কেঁদেছিলাম। শ্যাম বেনেগালের মতো পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। শুধু রিজেক্টই নয়, বাজেভাবে অপমানও করেছিল।”

তিনি আরও জানান, পরবর্তীতে ছবির ট্রেলার ও সমালোচনা দেখে বরং স্বস্তি পেয়েছিলেন যে তিনি কাজটি করেননি।

“ছবি মুক্তির পর এক আত্মীয় বলেছিলেন— আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তখন মনে হয়েছিল কথাটি সত্যি।”

‘মুজিব : একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই নানা সমালোচনার মুখে পড়ে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে সে সময় অনেক চলচ্চিত্রবোদ্ধা প্রকাশ্যে মন্তব্য করা থেকে বিরত থাকেন।

ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, বেগম ফজিলাতুননেছা মুজিবের ভূমিকায় নুসরাত ইমরোজ তিশা। এছাড়া অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ আরও অনেকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর