দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় নীরব থেকেছেন।
কাজ, সমাজ ও সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকলেও প্রেম–ভালোবাসা আর সম্পর্কের কথা কখনো প্রকাশ্যে আনেননি। তবে সম্প্রতি দীর্ঘ নীরবতা ভেঙে স্বীকার করলেন—তার জীবনে একজন বিশেষ মানুষ আছেন, যার সঙ্গে তিনি বহু বছর ধরে আছেন।
কলকাতায় মুক্তিপ্রাপ্ত তার দুটি সিনেমা—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’—এর প্রচারের ফাঁকে ইনডালজ এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে জয়া বলেন,
“হ্যাঁ, আমার জীবনে একজন আছে। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।”
তিনি জানান, পার্টনার হওয়ার আগে বন্ধুত্বই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
“আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি—তবুও সে কখনো অভিযোগ করে না, বরং সবসময় সমর্থন দেয়। এই মানসিকতা বিরল।”
জয়ার ভাষায়, তারা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। তার সঙ্গী শান্ত স্বভাবের এবং ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেন—যা সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
বিয়ে প্রসঙ্গে জয়া আহসান
বিয়ে নিয়ে জয়া বলেন,
“বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। এই মুহূর্তে কোনো সিদ্ধান্তও নেই। হয়তো আগের অভিজ্ঞতার কারণেই আমার মধ্যে বিয়ে নিয়ে কিছুটা ভয় আছে।”
উল্লেখ্য, এর আগে অভিনেতা ফয়সালের সঙ্গে সংসার করেছিলেন জয়া আহসান। তবে সেই সম্পর্ক টেকেনি। এরপর দীর্ঘদিন তাকে সিঙ্গেল হিসেবে জানতেন ভক্তরা। এবার জানা গেল, জয়ার জীবনে দ্বিতীয়বারের মতো ভালোবাসার মানুষ এসে গেছেন।
এসআর
মন্তব্য করুন: