[email protected] শুক্রবার, ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

অনুদান কমিটি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী মম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুলাই ২০২৫ ৬:৫৩ পিএম

সংগৃহীত ছবি

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

তথ্য মন্ত্রণালয়ের কাছে গত ২৫ মে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তবে এই তথ্যটি প্রকাশ্যে আসে সম্প্রতি, ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের ঘোষণার পর।

পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে মম বলেন, “ব্যক্তিগত ও পেশাগত কারণে আমি আর সময় দিতে পারছিলাম না। তাই ২৫ মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিই।”

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার আন্দোলনে শিল্পীদের অগ্রণী ভূমিকায় ছিলেন মম। দেশপ্রেম, সংস্কার ও চলচ্চিত্রের বিকাশের প্রত্যয়ে তিনি ব্যস্ত শুটিংয়ের মাঝেও রাজপথ থেকে কমিটিতে যোগ দিয়েছিলেন।

কমিটি থেকে সরে দাঁড়ানোর পেছনের কারণ ব্যাখ্যা করে মম আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া ছিল না। শুধু ভালোভাবে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু সেটা সেভাবে সম্ভব হয়নি। মনে হলো, আমার জায়গায় কেউ আরও ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন, যা কমিটির জন্য সুফল বয়ে আনবে।”

চলচ্চিত্র অনুদান কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), সচিব, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, নির্মাতা ও প্রযোজক আকরাম খান, নির্মাতা ও চিত্রনাট্যকার নার্গিস আখতার, এবং রেইনবো চলচ্চিত্র সংসদের সভাপতি আহমেদ মুজতবা জামাল।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুরুতে এই পদে ছিলেন সাবেক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর