ঢালিউডে দীর্ঘ ২৬ বছর ধরে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেছেন শাকিব খান।
অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি হয়েছেন দর্শকপ্রিয়তার শীর্ষে। ভক্তরা ভালোবেসে তাকে ‘কিং খান’, ‘সুপারস্টার’, ‘নবাব’—এমন নানা উপাধিতে ডেকেছেন। সম্প্রতি তার নামের আগে ‘মেগাস্টার’ শব্দটি ব্যবহৃত হতে দেখা যাচ্ছে। তবে এই শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন গুণী অভিনেতা জাহিদ হাসান।
গত ঈদে প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পায় শাকিব খানের ‘তাণ্ডব’ এবং জাহিদ হাসানের ‘উৎসব’। মুক্তির শুরুর দিকে এগিয়ে থাকলেও ধীরে ধীরে ‘উৎসব’ সিনেমা জনপ্রিয়তায় শাকিব খানের ছবিকে ছাড়িয়ে যায়। চতুর্থ সপ্তাহে এসে ‘উৎসব’-এর প্রদর্শনীও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জাহিদ হাসান বলেন,
“তাণ্ডবকে আলাদাভাবে মূল্যায়ন করা হয় শুধু শাকিব খানের কারণে। বলা হয় 'মেগাস্টার শাকিব খান'। অথচ অন্য সবাইকে বলা হয় কেবল ‘চিত্রনায়ক’। এটা কেন হয়, বুঝি না। শাকিবও একজন অভিনেতা। আগে থেকেই একটি ‘ট্যাগ’ দিয়ে দেওয়া হয়, যা তার জন্য ভালো না খারাপ—আমি জানি না। তবে শব্দটা আমার কানে লাগে।”
জাহিদ হাসান আরও বলেন,
“শেক্সপিয়ারের একটা কথা আছে—‘কোনো কিছু হওয়া বড় কথা না, হয়ে থাকাটাই বড় কথা।’ অনেক হলে সিনেমা মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে যদি সেগুলো চলে যায়, সেটা অপমানজনক। বিনয়ের সঙ্গে পথচলা শিল্পীর জন্য অনেক গুরুত্বপূর্ণ।”
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই ঈদ কেন্দ্রিক প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি সিনেমা মুক্তি পাচ্ছে শাকিব খানের। এবারের ঈদেও ‘তাণ্ডব’ পেয়েছিল সর্বাধিক হল। কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দ্বিতীয় সপ্তাহে অনেক হল থেকে ছবিটি নামিয়ে দেওয়া হয়।
অভিনেতা জাহিদ হাসান মনে করেন, ঈদের সিনেমাগুলো কোনো ব্যক্তির একার সম্পত্তি নয়—এগুলো গোটা চলচ্চিত্রশিল্পের। তার প্রত্যাশা, সব সিনেমাই যেন ভালো ব্যবসা করে এবং দর্শক গ্রহণযোগ্যতা পায়।
এসআর
মন্তব্য করুন: