[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন

প্রাণ চঞ্চল নাট্যকার গীতিকবি প্রডিউসার অন্তরালয়ের জাহাঙ্গীর ভালো নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৪ ১১:১৫ পিএম

তিনি দেশবাসীসহ সকল সুহৃদ,সহকর্মী ও স্বজন এবং সাংগঠনিক কাজকরা অবস্থায় ভুলভ্রান্তির জন্য সকলের তরে ক্ষমা চেয়েছেন।

অন্তরালয়ের জাহাঙ্গীর আলম নাট্যকার, গীতিকবি অভিনেতা , প্রডিউসার , সি এন্ড এফ এবং ট্রাভেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ক্রনিক ডায়রিয়া জনিত কারণে অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেবিন ব্লকে ইন্টারনাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডক্টর নাজমুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসারত আছেন। 

তিনি দেশবাসীসহ সকল সুহৃদ,সহকর্মী ও স্বজন এবং সাংগঠনিক কাজকরা অবস্থায় ভুলভ্রান্তির জন্য সকলের তরে ক্ষমা চেয়েছেন। 

অভিনেতা চাঁদপুরের গীতি কবি জাহাঙ্গীর আলম হসপিটালের বিছানায় শুয়ে বেশ কয়েকটি বাস্তবমুখী চমৎকার গীত রচনা করেছেন যা নোলক বাবু ,শান সায়েক ও কাজী জামাল ইতিমধ্যে সুর ও কম্পোজিশন করে বিভিন্ন শিল্পীর কন্ঠে দিয়েছেন ।

এছাড়াও দেশের প্রথম সারির জনপ্রিয় মনির খান, মিজান মাহমুদ রাজিব ,সাব্বির জামান ,রাশেদ উদ্দিন, তাসমিম জামান স্বর্ণা , জাহেদ রিপন ও বিন্দু কণাসহ আর অনেকে বেশ কয়েকটি গান করেছেন।

কম্পোজার ও শিল্পী শান সায়েক ভাইসহ সকলেই অন্তরালয়ের জাহাঙ্গীর ভাইয়ের জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন ,,

হাসপাতালের শুয়ে আমাদের জন্য " মরণ মুখি ও বাস্তব কিছু গান লিখে পাঠিয়েছেন।  প্রতিটি গানের প্রতিটি কথা আমাদের ব্যথিত করেছে, গানের কথাগুলো হৃদয়ে অনুধাবন করে সুর ও কম্পোজিশন করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র ,,

এই গীতিকবির লেখনীর মাধ্যমে বিপদে ও অসহায় অবস্থায় থাকলে মানুষকে কে কেমন হয়/ হতে পারে সেই বাস্তবতা তুলে ধরেছেন।
আশা করি কথাগুলো শুনলে আপনাদের সকলের ভালো লাগবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর