ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২০১ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।।
এতে ১৪ জন অভিনয়শিল্পীসহ সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম রয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
অভিযুক্ত ১৪ অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন—রিয়াজ, ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদ, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী এবং জায়েদ খান।
মামলার বাদী এম এ হাশেম রাজু ২০ মার্চ আদালতে এ মামলা করেন। তার অভিযোগ, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গেলে সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা তাদের বাধা দেন এবং সহিংসতা চালান। এতে তার চোখে গুরুতর আঘাত লাগে এবং মারধরের শিকার হন বলেও মামলায় উল্লেখ করা হয়।
এ মামলায় সাংবাদিকদের মধ্যে কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, এটিএন নিউজের মুন্নী সাহাসহ ১৫ জনের নাম রয়েছে।
এসআর
মন্তব্য করুন: