[email protected] রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
২২ পৌষ ১৪৩১

বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী চমক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুন ২০২৪ ৫:৩৮ পিএম

বিয়ে সেরে ফেললেন টেলিভিশনের নিয়মিত মুখ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কোনো ঢাকঢোল না পিটিয়ে অনেকটা চুপিসারেই করেছেন বিয়ে। সেই সঙ্গে নিজের নামের সার্থকতা রেখে বিয়েতে বেশ কিছু চমকও দিয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আংটিবদল, এরপর গায়েহলুদের খবর দেন অভিনেত্রী।

এরপর চমক জানালেন, ৯ টাকা মোহরানায় বিয়ে করেছেন তিনি! শনিবার (২২ জুন) ফেসবুকে চমক নিজেই বিয়ের খবর এবং ছবি প্রকাশ করেছেন। বিয়ের ছবিতে চমককে খুব সাধারণ বেশেই দেখা গেছে। একটি মাদরাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাদের সঙ্গে সেখানকার ছাত্র-ছাত্রীদেরও দেখা গেছে।

ফেসবুকে বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই।

তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা দুজনই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনোই গুরুত্বপূর্ণ নয়।

এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

চমক আরো লিখেছেন, ‘কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদরাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি।

আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর