[email protected] শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

রাগ উঠলেই দরজা ভেঙে ফেলেন হীরা মানি!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫ ১০:১১ পিএম

ফাইল  ছবি

রাগের মাথায় অনেকেই অস্বাভাবিক আচরণ করে বসেন।

 তবে পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হীরা মানির ক্ষেত্রে বিষয়টি যেন একটু বেশিই আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে হীরা মানি জানান, রাগ উঠলেই তিনি ঘরের দরজা কিংবা আলমারির লক ভেঙে ফেলেন!

সাক্ষাৎকারটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে হীরা বলেন, “আমার রাগ অনেক বেশি। তাই আমার বাসার দরজাগুলো প্রায়ই ভাঙা থাকে। রাগে আলমারি আর দরজার লকও ভেঙে ফেলি। সে জন্যই জানি কীভাবে এসব ঠিক করতে হয়।”

তবে নিজের রাগ সামাল দিতে তিনি সচেষ্ট থাকেন, বিশেষ করে সন্তানদের সামনে। হীরা মানি বলেন, “আমি কখনোই বাচ্চাদের সামনে রাগ প্রকাশ করি না। ওরা স্কুল থেকে ফেরার আগেই আমি নিজেকে শান্ত করে ফেলি। আর যদি কখনও আমি বা মানি (স্বামী সালমান শেখ) রেগে যাই, তাহলে আমরা ঘর থেকে বের হয়ে যাই।”

ব্যস্ততার কারণে এখন রাগ কমেছে বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “মানি এখন খুশি, কারণ আমি সকাল ৯টায় কাজে যাই আর ফিরি রাত ১০টায়। তাই এখন আমাদের বাড়ির দরজাগুলো নিরাপদ!”

কাজ না থাকলে রাগের মাত্রা বেড়ে যায় উল্লেখ করে হীরা মানি আরও বলেন, “কাজ না থাকলে আমি আরও বেশি রেগে যাই। এজন্য মানি বলে, ‘তুমি কাজ করো, না হলে একেবারে অদ্ভুত নারী হয়ে যাও!’”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর