[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

৫ বছর পর গানে ফিরলেন সাংবাদিক রেজা করিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৫ ১২:৩০ এএম

সংগৃহীত ছবি

সংগীতের প্রতি ভালোবাসা কখনো ম্লান হয়নি রেজা করিমের।

পেশায় সাংবাদিক হলেও গানের প্রতি তাঁর টান চিরকালীন।

দীর্ঘ পাঁচ বছর বিরতির পর আবারও নতুন গান নিয়ে ফিরেছেন তিনি। এবারের ঈদুল ফিতরে প্রকাশ পেয়েছে তাঁর নতুন মৌলিক গান ‘বাউলা বাতাসে’, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রত্যাশা করছে।

গানটি প্রকাশিত হয়েছে ‘ওভারডোজ’ ও রেজা করিমের নিজস্ব ইউটিউব চ্যানেলে। প্রেম ও বিরহের অনুভূতিকে কেন্দ্র করে লেখা গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন নাদিম ও জুয়েল মাহমুদ।

নতুন গান প্রকাশের উচ্ছ্বাস প্রকাশ করে রেজা করিম বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর পর নতুন গান প্রকাশ করতে পেরে দারুণ আনন্দ লাগছে। আমরা সবাই মিলে চেষ্টা করেছি হৃদয় ছোঁয়া একটি গান উপহার দিতে। শ্রোতারা গানটি উপভোগ করবেন, এটাই প্রত্যাশা।’

সংগীত পরিচালক নাদিম বলেন, ‘এই প্রকল্পের অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। জুয়েল মাহমুদের সঙ্গে মিলে আমরা গানটির সংগীতায়োজন করেছি, যা শ্রোতাদের বিশেষ অনুভূতি দেবে। আমি বিশ্বাস করি, একবার শুনলেই গানটি বারবার শুনতে ইচ্ছা করবে।’

শ্রোতাদের ভালোবাসা পেলেই সার্থক হবে রেজা করিমের এই প্রত্যাবর্তন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর