আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ইতোমধ্যে মুক্তির তালিকায় এসেছে। জানা গেছে, ৩০টির বেশি প্রেক্ষাগৃহ সিনেমাটি প্রদর্শনের আগ্রহ দেখিয়েছে।
২০২১ সালে শাকিব খানকে নিয়ে ‘অন্তরাত্মা’-এর শুটিং শুরু হয়। সে সময় রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি।
অবশেষে ২৩ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনের পর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এখন ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে নির্মাতা দল।
এদিকে, ঈদে মুক্তির আলোচনায় থাকা শাকিব খানের আরেক সিনেমা ‘বরবাদ’ এখনও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পায়নি।
‘অন্তরাত্মা’-তে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্প ও ফেরারী ফরহাদের চিত্রনাট্যে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন ও মারুফ।
এসআর
মন্তব্য করুন: