ঢালিউড অভিনেত্রী মিষ্টি জান্নাত বেশ কিছুদিন ধরে নানা কারণে আলোচনায় রয়েছেন।
বিশেষ করে, ঢালিউড কিং খান শাকিব খানের হবু স্ত্রী হিসেবে তার নাম আলোচিত হয়েছে। তবে এখন এসব আলোচনা অতীত। বর্তমানে অভিনেত্রী নিজের ক্যারিয়ার ও অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন।
মিষ্টি জান্নাতের ব্যাপক যাতায়াত রয়েছে দুবাইয়ে, যেখানে তিনি শুধু অভিনেত্রী নন, একজন চিকিৎসকও।
তার কর্মক্ষেত্র ছাড়াও তিনি ব্যবসায় জড়িত, এবং সেখানে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হিসেবে কাজ করছেন। ব্যবসায়িক কাজে প্রায়ই দুবাইয়ে অবস্থান করেন তিনি।
তবে, দীর্ঘদিন ধরে বিনোদন জগত থেকে দূরে থাকার পর, সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
তিনি জানান, “আমি সিনেমা করতে চাই। আরও ভালো কাজ করতে চাই। তবে আমি চাই, চার-পাঁচ বছর পর সিনেমা জগত থেকে সরে গিয়ে নতুন কিছু করতে।”
এ অভিনেত্রী বলেন, “আমি চাই পাহাড়ে গিয়ে কৃষক হয়ে শাকসবজি চাষ করতে। তখন আমি নিজেকে বলব—‘ডাক্তার থেকে কৃষক’ হয়ে গেছি।”
মিষ্টি জান্নাত আরও বলেন, সিনেমা জগতে কিছু তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, “মিডিয়াতে প্রোডিউসাররা মনে করেন, নায়িকাকে যা বলা হবে, সে তা শুনবে।
একটি সিনেমার কাজ করতে গিয়ে এক প্রোডিউসার রাতে আমার রুমে নক করেছিলেন, যা আমি গ্রহণ করতে পারিনি। পরে তিনি আমার সঙ্গে বাজে আচরণ করেন, যা আমার স্মৃতিতে দুঃখজনকভাবে চিহ্নিত।”
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর তিনি নিয়মিতভাবে সিনেমায় কাজ করেছেন।
এসআর
মন্তব্য করুন: