খুলনার সোনাডাঙ্গায় পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পপির বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার মেজবোন ফিরোজা পারভীন।
দীর্ঘদিন আড়ালে থাকা ঢাকাই চলচ্চিত্রের আলোচিত এই নায়িকা ফের আলোচনায় এসেছেন। স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হওয়ার পর পপি এ বিষয়ে মুখ খুলেছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পপি একটি ভিডিও বার্তায় ফেসবুকে তার দীর্ঘ বক্তব্য তুলে ধরেন। সেখানে তিনি বলেন, "আমি ২৮ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি, কিন্তু আজকে আমি নিজেকে একজন ব্যর্থ মানুষ মনে করছি। কারণ এতদিন যাদের জন্য কাজ করেছি, তারা সবাই আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।"
পপি আরও বলেন, "আমি বাবা-মা, ভাইবোনদের অনেক ভালোবাসি, কিন্তু তাদের মাধ্যমে আমি প্রতারিত হয়েছি। আমার সমস্ত অর্থ তারা নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি তাদের নামে ছিল। আমি আমার দেহ ছাড়া সব কিছুই তাদের নামে দিয়েছি।"
এসময় আবেগে ভেসে কাঁদতে কাঁদতে পপি জানান, "মানুষ বেঁচে থাকার জন্য কিছু প্রয়োজন হয়, কিন্তু আমার জানটাই শুধু ছিল। যাদের কোলে পিঠে করে মানুষ করেছি, তারা আমাকে খুন করার চেষ্টা করেছিল। আমার আপন ভাই-বোনরা খুন করার জন্য লোক ভাড়া করেছিল।"
এছাড়া, পপি তার বোনের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি নেশাদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার মা তার এই অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করতেন। পপি আরও দাবি করেন, তার পালিত ভাই তাকে এবং তার বাবাকে মারধরও করেছেন।
এ বিষয়ে কথা বলতে পপির জন্য এই অবস্থান নেয়ার জন্য নিজেকে অসহায় অনুভব করছেন বলেও তিনি জানান
এসআর
মন্তব্য করুন: