[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বিয়ে করছেন পাকিস্তানের জনপ্রিয় দুই তারকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ৬:২৮ পিএম

ফাইল ছবি

পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি মাওরা হোসেন ও আমির গিলানি বিয়ে করতে যাচ্ছেন বলে খবর উঠেছে।

২০২০ সালে প্রচারিত নাটক "সাবাত"-এ একসঙ্গে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই দুই তারকা। এর পর ২০২৩ সালে তাদের অভিনীত নাটক "নিমো"ও দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়।

নাটক ও সিনেমার পর্দার বাইরে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে, এবং একসঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি বেশ নজর কাড়ে। জানা যায়, মাওরা ও আমির দুজনেই বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং ছিলেন সহপাঠী।

দীর্ঘদিন ধরেই তাদের ভক্তরা এই জুটিকে বাস্তব জীবনেও একসঙ্গে দেখতে চেয়েছিলেন। বর্তমানে, শোবিজ সংবাদকর্মী ইরফান নিশ্চিত করেছেন, চলতি মাসের ফেব্রুয়ারিতে মাওরা ও আমিরের বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, লাহোর ও ইসলামাবাদে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তবে এখন পর্যন্ত মাওরা ও আমিরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি।

একটি সাক্ষাৎকারে মাওরা হোসেন আমিরকে নিয়ে মন্তব্য করেছিলেন, “আমির গিলানি একজন খুব ভালো মানুষ, এবং আমরা দুজনই খুব ভালো বন্ধু। যদি দুই বন্ধু একে অপরকে বিয়ে করতে চায়, তবে সেটা তাদের জন্য স্বাভাবিক।”

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর