জমি দখলের চেষ্টার অভিযোগ, স্বামীকে নিয়ে থানায় নায়িকা পপি
এই বিষয় নিয়ে পপির বোন, ফিরোজা পারভীন, খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় ৩ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডির তথ্য অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে পপি তার স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকায় হাজির হন এবং ফিরোজা পারভীনসহ অন্যান্যদের জমি দখল করতে বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, "আমার মেয়ে আগে ভালো ছিল, কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের হুমকি-ধমকি দিচ্ছে এবং তার বাবার জমি দখল করার চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব?"
পপির মেজবোন ফিরোজা পারভীন জানান, "আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়, এবং অনেক বছর ধরে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা তার মাধ্যমে হয়রানির শিকার হচ্ছি। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তি দিয়ে ভয় দেখানো হয়েছে। নায়ক আলমগীর এবং জায়েদ খানসহ কয়েকজন জানেন এই বিষয়ে। আলমগীর স্যার পপিকে বিষয়টি সমাধান করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সে কোনো কিছুতেই রাজি হয়নি।"
তিনি আরও বলেন, "স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন এবং আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।"
এদিকে, দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে নিজেকে আড়ালে রেখেছেন নায়িকা পপি। তার বিয়ে এবং সন্তানের খবর বিভিন্ন সময় আলোচনায় এলেও, তিনি এ বিষয়ে কখনও প্রকাশ্যে কথা বলেননি।
এসআর
মন্তব্য করুন: