[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

পরীমনির জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৫ ১২:০৮ পিএম

ফাইল ছবি

ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে করা হয়।

আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দেন।

সকালে পরীমনি আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। তিনি হাসিমুখে আদালতে প্রবেশ করলেও এ সময় সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

এর আগে রবিবার অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও অসুস্থতার কারণে পরীমনি আদালতে হাজির হতে পারেননি।

তার আইনজীবী সময় বাড়ানোর আবেদন করলে আদালত তা নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজকের শুনানিতে আদালত তার জামিনের আবেদন গ্রহণ করেন এবং পরবর্তী তারিখে মামলার কার্যক্রমের জন্য নির্দেশ দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর