[email protected] শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩ পৌষ ১৪৩১

অভিনেত্রীর নাম ভাঙিয়ে 'ভুয়া বেনারসি শাড়ি' বিক্রি, ক্ষুব্ধ ঐন্দ্রিলা সেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৪ ৮:৩৩ পিএম

ফাইল  ছবি

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের নাম ভাঙিয়ে একটি ই-কমার্স সংস্থা ‘ভুয়া বেনারসি শাড়ি’ বিক্রি করে প্রতারণা করার অভিযোগ উঠেছে।

 বিষয়টি জানতে পেরে অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি, ঐন্দ্রিলা সেন একটি কালো কাঞ্চিভরম শাড়ি পরিধান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেন। কিন্তু মঙ্গলবার তিনি জানতে পারেন, ওই ছবি ব্যবহার করে একটি জনপ্রিয় ই-কমার্স সংস্থা তার নাম ব্যবহার করে শাড়ি বিক্রির প্রচারণা চালাচ্ছে। ঐন্দ্রিলার পরা শাড়িটিকে সংস্থাটি নিজেদের বলে দাবি করছে।

এ বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, “আমার এক পরিচিত ব্যক্তি শাড়ি কিনতে অনলাইনে খুঁজছিলেন। সে সময় ওই ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে আমার ছবি দেখে আমাকে হোয়াট্সঅ্যাপে প্রশ্ন করেন, আমি যে শাড়িটি পরেছি, সেটি ভালো কিনা।”

তিনি আরও জানান, “প্রথমে আমি বিষয়টি বুঝতে পারিনি। পরে স্ক্রিনশট দেখে বুঝতে পারি, গুজরাটের ওই শাড়ি বিক্রির সংস্থাটি আমার অনুমতি ছাড়াই আমার ছবি ব্যবহার করেছে। তারা অন্যদের শাড়িকে নিজেদের বলে দাবি করছে।”

ঐন্দ্রিলা সেন জানান, "এটা আরও উদ্বেগজনক যে, আমি যেটি পরেছিলাম, সেটা কাঞ্চিভরম শাড়ি। কিন্তু সংস্থাটি সেটি বেনারসি শাড়ি বলে বিক্রি করছে। তারা দাবি করছে যে, খুব কম দামে তারা ভালো মানের শাড়ি বিক্রি করছে।" তিনি প্রশ্ন তোলেন, "একটি নামী ই-কমার্স সংস্থা এভাবে প্রতারণা করছে এবং ক্রেতারা অন্ধভাবে বিশ্বাস করছে—এটি কীভাবে মেনে নেওয়া যায়?"

এ ঘটনায় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এ ধরনের প্রতারণা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর