জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও’র
স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলমের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব তলবের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৫ জানুয়ারি) বিকালে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি বিশেষ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এই অভিযানের মাধ্যমে সংগ্রহ করা নথিপত্র বিশ্লেষণ করে নিম্নলিখিত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে:
সিনেমা নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন।
হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার (মানিলন্ডারিং)।
প্রকৃত আয় গোপন ও বড় অংকের কর ফাঁকি।
অভিযুক্তদের বর্তমান অবস্থা
দুদকের তালিকায় থাকা তিনজনের পরিচয় ও বর্তমান পদবী নিচে দেওয়া হলো:
১. ঊর্মিলা শ্রাবন্তী কর: জনপ্রিয় অভিনয়শিল্পী। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার নামে থাকা সকল সম্পদের বিবরণ চাওয়া হবে।
২. শাহরিয়ার করিম ভূঁইয়া: আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের সহ-প্রতিষ্ঠাতা।
৩. সৈয়দ গাউসুল আলম: বিজ্ঞাপন নির্মাতা ও গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের সাবেক স্বত্বাধিকারী। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন প্রতিষ্ঠান 'ডট বার্থ'-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদনের ভিত্তিতে আমরা তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করছি।
নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে বা কোনো তথ্য গোপন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
সিনেমা ও বিজ্ঞাপনী সংস্থাগুলোকে মাধ্যম হিসেবে ব্যবহার করে বড় ধরনের কোনো আন্তর্জাতিক অর্থ পাচার সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে দুদকের বিশেষ অনুসন্ধান টিম।
অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: