গায়ক ও অভিনেতা তাহসান খানের ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের খবর পাওয়া গেছে।
মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক আর টিকে নেই—এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তাহসান।
এ বিষয়ে তাহসান জানান, বিষয়টি সত্য হলেও এখনই বিস্তারিত আলোচনা করতে চান না। তিনি বলেন, চলতি বছরের জুলাইয়ের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। পরিস্থিতি উপযুক্ত হলে পুরো বিষয়টি প্রকাশ্যে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থাকতে পছন্দ করেন বলে জানান তাহসান। তবে বর্তমান বাস্তবতায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন হয়ে পড়েছে বলেই তিনি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি স্বল্প সময়ের পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচিত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
এই বিচ্ছেদের খবরে তাহসানের ভক্তদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে পরবর্তী সময়ে দুজনের পক্ষ থেকেই বিস্তারিত জানানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তাহসান।
এসআর
মন্তব্য করুন: