কখনো কখনো কল্পকাহিনি বাস্তব ঘটনাকেও ছাড়িয়ে যায়—এমনই
এক আলোচনার জন্ম দিয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’। ছয় বছর আগে মুক্তি পাওয়া এই সিরিজের একটি দৃশ্য সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে, যাকে অনেক দর্শক ‘আগাম ইঙ্গিত’ বা ‘ভবিষ্যৎ অনুমান’ হিসেবে দেখছেন।
২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। সেখানে জন ক্রাসিনস্কি অভিনীত জ্যাক রায়ান চরিত্রটি একদল সিআইএ কর্মকর্তার সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। প্রশ্ন ওঠে—বিশ্ব পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোন দেশ? উত্তরে প্রথমে রাশিয়া, পরে চীনের নাম আসে।
এরপর আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করে জ্যাক রায়ান চরিত্রটি। তিনি প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলাকে কি কেউ গুরুত্ব দিয়ে ভাবছে? তার মতে, দেশটি ভবিষ্যতে বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক সংকটে পরিণত হতে পারে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলায় রয়েছে বিপুল পরিমাণ তেল ও খনিজ সম্পদ—যা অনেক বড় তেল উৎপাদক দেশ ও খনিজসমৃদ্ধ অঞ্চলকেও ছাড়িয়ে যায়।
সিরিজের গল্প অনুযায়ী, এত সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা একটি ব্যর্থ রাষ্ট্রে রূপ নিতে পারে এবং যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি অবস্থানের কারণে এটি আমেরিকার নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।
সম্প্রতি ঘটে যাওয়া বাস্তব ঘটনার সঙ্গে এই কাহিনির মিল খুঁজে পাচ্ছেন অনেক দর্শক। গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির ওই দৃশ্য নতুন করে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, তাদের উদ্দেশ্য ছিল একটি বাস্তবসম্মত রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী নয়। তবে বাস্তব বিশ্বের ভূ-রাজনৈতিক ঘটনাপ্রবাহ অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়—এটাই এই ঘটনার প্রমাণ।
এসআর
মন্তব্য করুন: