[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের অবস্থান জানালেন মালাইকা আরোররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৫:৩২ পিএম

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসানের পর থেকেই মালাইকা আরোরার ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা চলছিল।

অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে নিজের ভাবনা স্পষ্ট করলেন এই অভিনেত্রী।
২০১৬ সালে মালাইকা ও আরবাজের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তাদের সংসারে রয়েছে একমাত্র ছেলে আরহান খান, যার বয়স বর্তমানে ২২ বছর। বিচ্ছেদের পরও সন্তানের অভিভাবক হিসেবে দুজনই দায়িত্ব ভাগ করে নিয়ে চলছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, সব সম্পর্ক পরিকল্পনা অনুযায়ী এগোয় না। বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক ও পারিবারিক নানা প্রশ্নের মুখোমুখি হতে হলেও নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি অনুতপ্ত নন।
তার ভাষায়, তিনি ও আরবাজ দুজনেই সম্পর্কটি বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। একসময় সমস্যা মিটিয়ে আবার একসঙ্গে পথ চলার কথাও ভেবেছিলেন তারা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুজনই উপলব্ধি করেন, এই সম্পর্ক আর আগের মতো টেকসই নেই।
মালাইকা বলেন, এক পর্যায়ে বুঝে গিয়েছিলাম, এই বিয়েতে আমি আর সুখী নই। অন্যদের সন্তুষ্ট করার আগে নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এই সিদ্ধান্তের পর অনেকে তাকে স্বার্থপর বলেও মন্তব্য করেন। তবে এসব কথা তার সিদ্ধান্তে প্রভাব ফেলেনি। অভিনেত্রীর মতে, নিজের ভালো থাকা এবং মানসিক স্বস্তিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, বাইরে থেকে অনেকের কাছে এটি স্বার্থপরতা মনে হতে পারে। কিন্তু নিজের জীবনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আমার কাছে জরুরি ছিল। এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল।
দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা জানান, তিনি বিয়ের বিপক্ষে নন। তবে বর্তমান সময়ে বিয়ে তার জীবনের অগ্রাধিকার তালিকায় নেই।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর