[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

এক কোটি ভিউ, ইউটিউবে নতুন রেকর্ড গড়ল ‘কোটিপতি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

ভোগ-বিলাসের চেয়ে মানসিক শান্তি, আর সম্পদের চেয়ে ভালোবাসা ও পারিবারিক সম্পর্ক যে বেশি মূল্যবান—এই বার্তাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে টেলিনাটক ‘কোটিপতি’।

মুক্তির পর অল্প সময়ের মধ্যেই নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মাত্র তিন দিনের ব্যবধানে ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করে বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম এই মাইলফলক স্পর্শ করেছে ‘কোটিপতি’। জনপ্রিয় ইউটিউব চ্যানেল সিএমভি-তে মুক্তি পাওয়া নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জোভান ও কেয়া পায়েল।
নাটকটির গল্প রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন এস আর মজুমদার। মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকদের প্রশংসায় ভাসছে নাটকটি। অনেকেই নাটকের মানবিক বার্তা ও বাস্তবধর্মী উপস্থাপনাকে সময়োপযোগী বলে মন্তব্য করছেন।
দর্শক প্রতিক্রিয়ায় কেউ লিখেছেন, নাটকটি সমাজের বিত্তবানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, আবার কেউ বলেছেন—বর্তমান প্রেক্ষাপটে এমন গল্পের নাটক খুবই প্রয়োজন ছিল।
নাটকটির সাফল্য প্রসঙ্গে পরিচালক এস আর মজুমদার জানান, দর্শকদের ভালোবাসাই তার কাজের প্রধান অনুপ্রেরণা। তিনি বলেন, দর্শকের প্রশংসা যেমন আনন্দ দেয়, তেমনি দায়িত্ববোধও বাড়িয়ে দেয়। সেই দায়িত্ব থেকেই তিনি প্রতিটি কাজের মাধ্যমে সমাজের জন্য ইতিবাচক কোনো বার্তা তুলে ধরতে চান।
জোভান ও কেয়া পায়েলকে নিয়ে এটি এস আর মজুমদারের চতুর্থ কাজ। নাটকটির সাফল্যে তিনি প্রযোজক এস কে শাহেদ, সিএমভি টিম এবং নাট্যকার মেজবাহ উদ্দিন সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এস আর মজুমদার এরই মধ্যে শতাধিক নাটক নির্মাণ করেছেন। ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আগ্রহের কথাও জানান তিনি। তার ভাষায়, সাধারণ মানুষের গল্প ও বর্তমান প্রজন্মকে ছুঁয়ে যায়—এমন বিষয় নিয়েই তিনি সিনেমা নির্মাণ করতে চান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর