[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার বিদায়ে তারকা অঙ্গনে শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৮ এএম

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম

খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াণ করেছেন। তার প্রয়াণে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ও নির্মাতারা সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন।
বিভিন্ন তারকা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার বিদায় মহাকালের সাক্ষী হয়ে থাকবে।” শবনম বুবলী এবং নুসরাত ফারিয়া তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। চিত্রনায়ক সিয়াম আহমেদ, পূজা চেরি, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা ও আশনা হাবিবসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।
নির্মাতা আশফাক নিপুন এবং মাবরুর রশীদ বান্নাহও তার ধৈর্য, নেতৃত্ব এবং দেশের প্রতি অবদান স্মরণ করে আল্লাহর কাছে জান্নাত কামনা করেছেন।
বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৬০ সালে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহিত হন। ফার্স্ট লেডি থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির শীর্ষ নেতৃত্বে তার পদচারণা দীর্ঘ ও ঘটনাবহুল ছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর