[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

না ফেরার দেশে ‘রাঙা বউ’ খ্যাত অভিনেত্রী শ্রাবণী বণিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ৫:২৯ পিএম

সংগৃহীত ছবি

প্রয়াত হয়েছেন জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী শ্রাবণী বণিক।

ওপার বাংলার দর্শকদের কাছে ‘রাঙা বউ’ চরিত্রে বিশেষভাবে পরিচিত এই অভিনেত্রী সোমবার  সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ক্যানসার ও মেটাস্টেসিসে আক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরেই অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন তিনি।
অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিচালক বাবু বণিক ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “শ্রাবণীর চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন। আমরা দীর্ঘদিনের বন্ধু। শেষ সময়টা ভীষণ কষ্টে কেটেছে। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের মধ্যেই শেষকৃত্য সম্পন্ন হবে।”
এর আগে গত মাসে অভিনেত্রীর চিকিৎসা ব্যয় মেটাতে অনুরাগীদের সহায়তা চেয়েছিলেন তার ছেলে অচ্যুত আদর্শ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেদনে তিনি জানান, তার মা দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত এবং চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।
এছাড়া ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘কেটো’-তেও তিনি তহবিল সংগ্রহের উদ্যোগ নেন। সেখানে তিনি উল্লেখ করেন, শ্রাবণী বণিক ফুসফুস ক্যানসার ও মেটাস্টেসিসে ভুগছেন এবং চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।
তহবিল সংগ্রহের আবেদনে তিনি লেখেন, প্রয়োজনীয় অর্থ জোগাড় করা সময়সাপেক্ষ হওয়ায় তিনি সকলের কাছে সহানুভূতি ও সহযোগিতা কামনা করছেন। অল্প সাহায্যও তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ছোট পর্দায় শ্রাবণী বণিক অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে— ‘রাঙা বউ’, ‘লালকুঠি’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’ ও ‘আলো’। তার মৃত্যুতে টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর