[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

রাবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫ ৮:৩০ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন রাবিপ্রবির সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান অনলাইনে সংযুক্ত থেকে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করে নতুন সম্ভাবনাময় বাংলাদেশ গঠনে সুষ্ঠু বুদ্ধিবৃত্তিক চর্চা ও গবেষণার কোনো বিকল্প নেই।

এছাড়া রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জুনাইদ কবিরের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর