ইন্সপায়ারিং ইউনিটি, রান ফর ভিক্টোরি’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রান উইথ শিবির’ কর্মসূচি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে কর্মসূচিটি শুরু হয়।
দৌড়টি ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড়, ম্যাজিক প্যারাডাইস ও সিসিএন রোড অতিক্রম করে পুনরায় ক্যাম্পাসের মূল ফটকে এসে শেষ হয়।
আয়োজক সূত্রে জানা যায়, কর্মসূচিতে অংশ নিতে দেড় হাজারের বেশি শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেন। এর মধ্যে ৭০০-এর বেশি শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেন এবং উপহার গ্রহণ করেন। নিবন্ধন করেও যারা অংশ নিতে পারেননি, তাঁদের কাছে পরবর্তীতে উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
ইংরেজি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাকসুদ নুর বলেন, “শিবিরের এই উদ্যোগকে আমি সমর্থন করি।
‘রান উইথ শিবির’ কর্মসূচি আমাদের মননশীলতা ও মেধার বিকাশে সহায়ক হবে। এমন সৃজনশীল উদ্যোগে অংশ নিতে আমরা ভোরেই উপস্থিত হয়েছি। আশা করি, সব রাজনৈতিক সংগঠন এ ধরনের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতা ও উৎসাহ দেবে।”
কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন বলেন, “গতকাল জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন—এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। হাদি একা গুলিবিদ্ধ হননি, গুলিবিদ্ধ হয়েছে জুলাই আন্দোলন এবং সারা বাংলাদেশের সংগ্রামী চেতনা।” তিনি ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ সম্পাদক ও কুবি শাখার সাবেক সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহি বলেন, “আজকের কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হলো গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদীর সুস্থতার জন্য দোয়া করা।
তিনি জুলাই বিপ্লবের একজন লড়াকু সৈনিক। আমাদের দেশে বারবার দেশপ্রেমিক ও সচেতন নাগরিকরা হামলার শিকার হচ্ছেন, যা জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করছে।”
তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির কোনো প্রচলিত রাজনৈতিক সংগঠন নয়; এটি একটি আদর্শভিত্তিক ইসলামী শিক্ষা আন্দোলন। মেধা, দক্ষতা ও যোগ্যতার সমন্বয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শিক্ষাঙ্গনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, হল দখল ও সব ধরনের র্যাগিংয়ের বিরুদ্ধে ছাত্রশিবির দৃঢ় অবস্থানে রয়েছে।”
কুবি শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম কর্মসূচিতে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “অনেকে নিবন্ধন করেও ভোরে পরিবহন সংকটের কারণে অংশ নিতে পারেননি—এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।
আজকের কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং কর্মসূচির সফলতা কামনা করি।
এসআর
মন্তব্য করুন: