কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে তৃতীয়বারের মতো রাত্রিকালীন আন্তঃব্যাচ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ১৮তম আবর্তন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে ১৬তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হোসেন রনির সঞ্চালনায় ১৮তম আবর্তন বনাম ১৯তম আবর্তনের মধ্যকার খেলার মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
জানা যায়, ১৪তম থেকে ১৯তম আবর্তন পর্যন্ত মোট ছয়টি দল টুর্নামেন্টে অংশ নেয়। গ্রুপ পর্বের খেলা শেষে রাত চারটায় ১৭তম ও ১৮তম আবর্তনের মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৭তম আবর্তন নির্ধারিত ৮ ওভারে ৬৫ রানের লক্ষ্য দেয়। পরে ১৮তম আবর্তন সেই টার্গেট তাড়া করে জয় ছিনিয়ে নেয়।
এবারের টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ হন ১৮তম আবর্তনের মাহি আজাদ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ১৭তম আবর্তনের রিফাত হাসান।
টুর্নামেন্ট আয়োজন সম্পর্কে ১৬তম আবর্তনের শিক্ষার্থী নাজমুল হোসেন রনি বলেন, “শিক্ষকদের দিকনির্দেশনায় আমরা তৃতীয়বারের মতো এ আয়োজন করতে পেরেছি।
আশা করি এই টুর্নামেন্ট গণিত বিভাগের শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।”
গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. জনি আলম বলেন, “খেলায় হার-জিত থাকবেই। তবে আমরা চাই, কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সম্মানের সঙ্গে টুর্নামেন্ট সম্পন্ন হোক।”
সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান বলেন, “এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, আন্তরিকতা ও আন্তঃব্যাচ সম্পর্ক আরও দৃঢ় করবে।
গণিত বিভাগের দীর্ঘদিনের সুনাম এবং ঐতিহ্য ধরে রেখে সকলেই যেন দায়িত্বশীল আচরণ করে টুর্নামেন্ট শেষ করতে পারে।
এসআর
মন্তব্য করুন: