[email protected] শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে চ্যাম্পিয়ন বিজয়–২৪ হল

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৫৭ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আয়োজনে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় বিজয়–২৪ হলের দল ‘বাংলা ব্লকড’সুনীতি–শান্তি হলের দল ‘সুনীতি–A’

প্রতিযোগিতায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (CoUDS) সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। তর্ক–প্রতিতর্কে যুক্তি, উপস্থাপনাশৈলী ও প্রশ্নোত্তর পর্বে দক্ষতার ভিত্তিতে বিজয়–২৪ হলের দল বাংলা ব্লকড চ্যাম্পিয়ন হয়। সেরা বিতার্কিক নির্বাচিত হন আবছার উদ্দিন ইফতি।

প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার সৃষ্টি হয়। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনকে অংশগ্রহণকারী সবাই উচ্চ প্রশংসা করেন।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন বলেন,
“কুবিতে নিয়মিত বুদ্ধিবৃত্তিক চর্চা সম্ভব কি না—এ নিয়ে সংশয় থাকলেও প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

আয়োজকদের নিষ্ঠা ও আন্তরিকতা পুরো অনুষ্ঠানজুড়েই স্পষ্ট ছিল। যুক্তি, খণ্ডন ও বিশ্লেষণের চর্চা শিক্ষার্থীদের আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তোলে।”

তিনি আরও জানান, পাঁচটি হল থেকেই অসাধারণ সাড়া পাওয়া গেছে। দুই দলের মানসম্মত পারফরম্যান্সে ফাইনালটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বিজয়–২৪ হল চ্যাম্পিয়ন হলেও সুনীতি–শান্তি হলের মেয়েদের পারফরম্যান্স সবার প্রশংসা কুড়িয়েছে। “জয়–পরাজয় নয়, অংশগ্রহণই মুখ্য”—উল্লেখ করে তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

প্রতিযোগিতার স্পিকার মো. তরিকুল ইসলাম বলেন,
“যে কোনো আয়োজন—হোক তা কনসার্ট বা বিতর্ক—রাজনৈতিক নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর ভিত্তি করে হওয়া উচিত।

বিতর্কের মঞ্চে রাজনীতি নয়, যুক্তি ও ব্যক্তিগত দক্ষতাই প্রধান। তাই নিয়ম ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে একটি ক্লারিফিকেশন কমিটি থাকা জরুরি।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম আন্তঃহল বিতর্ক সফলভাবে ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হওয়া সবার জন্য গর্বের। ছেলেদের হলে মেয়েদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংস্কৃতির প্রতিফলন।”

তিনি আরও বলেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে শুধু যুক্তির লড়াইয়ে নিজেদের প্রকাশ করতে পেরেছে।

প্রথম আয়োজনেই এমন সফলতা অত্যন্ত উৎসাহজনক বলে মন্তব্য করেন তিনি। CoUDS–এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে বিতর্কচর্চাকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর