২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (১ম–৯ম শ্রেণি) ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মধ্যম ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তত্ত্বাবধানে এবারও সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
ফলাফল gsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্ধারিত তথ্য দিয়ে ওয়েবসাইটে ঢুকলে তাৎক্ষণিকভাবে ফলাফল জানতে পারবেন।
টেলিটক মোবাইল ব্যবহারকারীরা এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
মেসেজ বক্সে লিখুন—
GSA Result User ID
তারপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উত্তর বার্তায় জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থী নির্বাচিত হয়েছে কি না।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত আইডি–পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে ফলাফলের কপি ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের সেই কপি জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতির ই-মেইলে পাঠাতে হবে এবং একই সঙ্গে মাউশিকেও অবহিত করতে হবে। এরপর ভর্তি কমিটি নীতিমালা অনুসারে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।
মাউশির তথ্য অনুযায়ী, এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪ হাজার ৪৮টি বিদ্যালয়ে মোট আসন রয়েছে ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি। এর মধ্যে—
শিক্ষা প্রশাসনের প্রত্যাশা, কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি হওয়ায় অভিভাবকদের ভোগান্তি ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমবে।
এসআর
মন্তব্য করুন: