[email protected] বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

রাবিপ্রবিতে নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫ ৩:৫৮ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) চলমান অবকাঠামোগত সংকট, উন্নয়নকাজের ধীরগতি ও নানামুখী জটিলতার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় স্মৃতিস্তম্ভ’ চত্বরে দাঁড়িয়ে তারা দ্রুত উন্নয়নকাজ সম্পন্ন ও স্থবিরতা নিরসনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দেড় যুগ পার হলেও শ্রেণিকক্ষের সংকট, পর্যাপ্ত পরিবহন সুবিধার অভাব, আধুনিক ল্যাব স্থাপনে ধীরগতি—এসব পুরোনো সমস্যা আজও রয়ে গেছে।

বিভিন্ন অজুহাতে উন্নয়নকাজ থমকে থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলেও তারা দাবি করেন।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— “দ্রুত উন্নয়ন কাজ শেষ করুন”, “রাবিপ্রবি আমাদের অধিকার, চাই শিক্ষাবান্ধব ক্যাম্পাস”

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইফতেখার বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি। উন্নয়নকাজে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে—এটা আর মেনে নেওয়া হবে না।”

ফিশারিজ বিভাগের ছাত্রী উম্মে সালমা লাবণ্য বলেন, যেসব অজুহাতে কাজ বন্ধ রাখা হচ্ছে তা সম্পূর্ণ অযৌক্তিক। উন্নয়ন আটকে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ঠেলে দেওয়া হচ্ছে।

একই বিভাগের শিক্ষার্থী জেমি বড়ুয়া বলেন, “পাহাড়ি অঞ্চলের কোনো প্রতিষ্ঠানই দেখা যাবে না যা পাহাড় না কেটে নির্মিত হয়েছে।

তাই উন্নয়ন বাধাগ্রস্ত না করে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সমাধানমুখী ভূমিকা নিতে হবে।”

মানববন্ধনে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন দ্রুত কার্যকর সিদ্ধান্ত না নিলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর