[email protected] বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

কুবিতে ফিল্ম সোসাইটির চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ১০:৩৮ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিল্ম সোসাইটির উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এ ছাড়া ফিল্ম সোসাইটির সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “মুক্তমঞ্চকে কীভাবে চলচ্চিত্র প্রদর্শনের উপযোগী হলে পরিণত করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।

শিক্ষার্থীদের মধ্য থেকে ভালো দর্শকশ্রেণি তৈরি করতে চাই। নতুন ক্যাম্পাসে অডিটোরিয়াম হলে এ সংকট দূর হবে। পাশাপাশি নিজেদের দুটি সাউন্ড সিস্টেম কিনতে পারলে আরও ভালোভাবে আয়োজন করা সম্ভব হবে।”

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম প্রদর্শিত ‘সহজ পাঠের গপ্পো’ চলচ্চিত্রের প্রসঙ্গে বলেন, “চলচ্চিত্র আমাদের সামনে জীবনের বাস্তব পাঠ তুলে ধরে। দরিদ্রতা, সম্পর্কের মূল্যায়নসহ নানা মানবিক দিক আমরা বই পড়ে সবসময় অনুভব করতে পারি না—চলচ্চিত্র সে অভাব পূরণ করে। তাই আমাদের ভালো চলচ্চিত্র দেখা প্রয়োজন।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন,
“সিনেমা একটি শক্তিশালী শিল্পমাধ্যম, যা আবেগ-অনুভূতি প্রকাশের অন্যতম উপায়।

মুক্তমঞ্চে উন্নত পর্দা ও সাউন্ড সিস্টেম স্থাপন করে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শন করা গেলে ছোট পরিসরে হলেও একটি সিনেমা হলের পরিবেশ তৈরি করা সম্ভব।

টিকিট বিক্রির আয় আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত এক শিক্ষার্থীকে সহায়তায় ব্যবহার করবো।

ফিল্ম সোসাইটির ডিরেক্টর ফারদ্দিন কাদের জানান, “নতুন সদস্যদের নিয়ে আমরা আরও গতিশীল হতে চাই।

ইতোমধ্যে সোসাইটির বিভিন্ন কার্যক্রমে ভালো সাড়া পেয়েছি, যা আমাদের অনুপ্রাণিত করছে।

জানুয়ারিতে মুক্তমঞ্চে নিজেদের অর্থায়নে একটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে এবং টিকিট বিক্রির পুরো অর্থ ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী অন্যন্যার চিকিৎসায় প্রদান করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর