[email protected] বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২

রাবিপ্রবিতে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫ ১০:০১ পিএম

সংগৃহীত ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শুরু হয়েছে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে সুস্থ থাকার আহ্বান জানান। তিনি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াত্মক মনোভাব বজায় রেখে প্রতিযোগিতা সফল করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া এ আয়োজন সফল করতে পরিশ্রমী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।

এবারের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রয়েছে—১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দাবা, লুডু, ক্যারম, ব্যাডমিন্টন এবং মিউজিক চেয়ারসহ বিভিন্ন ইভেন্ট। সব প্রতিযোগিতা শেষে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ.দা.)সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর