সরকারি সাত কলেজকে নিয়ে গঠিত হতে যাওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে চলমান আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।
ঢাকা কলেজের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী ও আন্দোলনের প্রতিনিধি মো. রবিন হোসেন জানান, শিক্ষার্থীদের আলোচনার ভিত্তিতে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান এক দফার কর্মসূচি স্থগিত থাকবে।
তিনি বলেন, “সাত কলেজের সিনিয়র শিক্ষার্থীরাও আমাদের নির্দেশনা দিয়েছেন।
আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। এই সময়ের মধ্যে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী করণীয় ঠিক করা হবে।”
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ চলমান।
তবে প্রস্তাবিত কাঠামো নিয়ে এসব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া প্রকাশ করে।
খসড়ায় সাত কলেজকে চারটি স্কুলে পুনর্গঠনের মাধ্যমে ‘ইন্টারডিসিপ্লিনারি’ শিক্ষাব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় গঠনের পরও সংশ্লিষ্ট কলেজগুলোর উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান চালু থাকবে।
এসআর
মন্তব্য করুন: