এক দফা দাবিতে টানা পাঁচ ঘণ্টার অবরোধ চলার পর আন্দোলনরত শিক্ষার্থীদের সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়েছে পুলিশ।
তবে শিক্ষার্থীরা এই প্রস্তাব সরাসরি নাকচ করে জানিয়েছে, দাবি বাস্তবায়নে সুস্পষ্ট অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শিক্ষার্থীরা চাইলে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলে দাবি-দাওয়ার সর্বশেষ অবস্থা জানতে পারেন।
তিনি আরও বলেন, “সার্বিক বিষয় তোমরাই গিয়ে জেনে আসতে পারো। প্রয়োজন হলে নিজেদের বক্তব্যও দিয়ে আসতে পারো। এতে জনদুর্ভোগ কমবে—এখানে মোড়ে পাঁচ ঘণ্টা ধরে অবস্থান করায় ভোগান্তি বাড়ছে।”
এদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান জানান, শিক্ষার্থীরা পুলিশের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার ভাষায়, “আমরা আলোচনায় যাচ্ছি না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলব ।
এসআর
মন্তব্য করুন: