[email protected] সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২

আনন্দলোক স্কুলের শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের ‘পুষ্পায়ন’ কর্মসূচি

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ৭:২০ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দলোক স্কুলের শিশুদের নিয়ে ছয় মাসব্যাপী শিক্ষাদান কর্মসূচি “পুষ্পায়ন” শুরু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) শালবন বিহার পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা ও রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, রোটারি ক্লাব অব কুমিল্লার সদস্য এবং অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকরা। শিশুদের শালবন বিহারের ইতিহাস ও স্থাপত্য পরিচয় করিয়ে দেন রোটারেক্ট সদস্যরা।

গান, কবিতা, পিলো পাসিং, মার্বেল দৌড় ও বেলুন ফুলানোসহ নানা মজার কার্যক্রমে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

রোটারেক্ট ক্লাবের সেক্রেটারি মো. আল-আমিন বলেন, “পুষ্পায়ন শিশুদের সঠিক দিকনির্দেশনা দিতেই আমাদের প্রয়াস।” সভাপতি তানভীর আনজুম সাজন জানান, “এই প্রকল্প শিশুদের শেখার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।


এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর