[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রাথমিকের আন্দোলনকারী ৪২ শিক্ষক নেতাকে অন্য জেলায় বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১:০৪ এএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন অব্যাহত রয়েছে।

আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে চার শিক্ষক নেতাকে ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) এ নোটিশ জারি করা হয়।

এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দেওয়া পাঁচজনসহ মোট ৪২ জন সহকারী শিক্ষককে অন্য জেলায় বদলি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে এসব বদলির অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি স্মারকের ভিত্তিতে তাদের বদলির অনুমোদন দেওয়া হয়েছে।

বদলির তালিকায় থাকা পাঁচ আন্দোলনকারী নেতা হলেন—

  • খায়রুন নাহার লিপি, আহ্বায়ক, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি
  • মো. শামছুদ্দীন মাসুদ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক, কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াখালী সদর
  • মো. আবুল কাশেম, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক, চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
  • মো. মাহবুবার রহমান, সমন্বয়ক, প্রাথমিক শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ এবং সহকারী শিক্ষক, হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্ষেতলাল, জয়পুরহাট
  • মো. মনিরুজ্জামান, সহকারী শিক্ষক, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিঠামইন, কিশোরগঞ্জ

আদেশে বলা হয়েছে, বদলি হওয়া সহকারী শিক্ষকদের প্রত্যেককে পাশের জেলায় পাঠানো হয়েছে। ফলে তারা আগের কর্মস্থলের জেলায় দায়িত্ব পালন করতে পারবেন না।

এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আরেক আদেশে জানানো হয়, নোয়াখালীর শিক্ষক শামছুদ্দীন মাসুদকে প্রশাসনিক কারণে নিজ বেতনস্কেলে লক্ষ্মীপুরের রায়পুর দ. চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলি করা হয়েছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনও রয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর