[email protected] শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রাথমিক শিক্ষকদের শাটডাউন স্থগিত,পরীক্ষায় ফিরছেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮ এএম

সংগৃহীত ছবি

তিন দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে চলমান শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী রোববার থেকে সহকারী শিক্ষকরা সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) নেওয়ার কাজে যোগ দেবেন।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকলেও কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষাকালীন সময় পর্যন্ত শাটডাউন স্থগিত রাখা হয়েছে।

এদিকে জানা গেছে, আন্দোলনে সক্রিয় বিতর্কিত চার শিক্ষক নেতা—এর মধ্যে শামছুদ্দিন মাছুদসহ বেশ কয়েকজনকে ‘কারণ দর্শানোর নোটিশ’ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ নোটিশ পাঠানো হয়। এরই মধ্যে প্রায় অর্ধশত শিক্ষককে বদলি করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার শাটডাউন প্রত্যাহারের নির্দেশ সত্ত্বেও অনেক শিক্ষক স্কুলে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যান। এতে বহু শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা ব্যাহত হয়।

পিরোজপুরের নেছারাবাদে শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। কলাপাড়ায় এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিদ্যালয়ের তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন।

কোথাও কোথাও প্রধান শিক্ষকরা স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়েছেন। শাটডাউন চলাকালীন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লক্ষ্মীপুরে সাত শিক্ষককে শোকজ নোটিশও দেওয়া হয়।

শিক্ষক সংকট, শাটডাউন এবং শৃঙ্খলাজনিত জটিলতায় চলমান প্রাথমিক বিদ্যালয়গুলোর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার সার্বিক মান ও উত্তরপত্র মূল্যায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ফলে দেশের প্রাথমিক শিক্ষা কার্যক্রমে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর