জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) স্থগিত থাকা সব পরীক্ষা আগামী
সপ্তাহের ৮ ডিসেম্বর, সোমবার থেকে পুনরায় শুরু হবে। এছাড়া ৯ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস পরিচালিত হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শুরু হলেও রবিবার ও সোমবার দুই দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে।
উপাচার্য আরও জানান, বিশেষ সিন্ডিকেট সভায় ডিসেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনসহ সব কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ করা সম্ভব হবে।
এর আগে ধারাবাহিক ভূমিকম্পের কারণে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩–২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এসআর
মন্তব্য করুন: