[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
২০ অগ্রহায়ণ ১৪৩২

মেঘলা ট্রান্সপোর্টের ১২ বাস আটক করল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির প্রায় ১২টি বাস আটক করেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বাসগুলো আটক করে নায়েমের গলিতে নিয়ে যান।

কলেজের এক শিক্ষার্থী জানান, বুধবার সন্ধ্যায় এক সহপাঠী বাসায় ফিরতে মেঘলা পরিবহনের একটি বাসে ওঠেন।

বাসে থাকা এক যাত্রীর সঙ্গে হেলপারের বাকবিতণ্ডা শুরু হলে ওই শিক্ষার্থী পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান।

এরপর হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে দরজার ধাতব অংশে লেগে তার পায়ে গুরুতর আঘাত লাগে।

তিনি বলেন, “ওর পায়ে ৪০টি সেলাই দিতে হয়েছে। ডাক্তার বলেছেন, জখমের কারণে ভবিষ্যতে প্যারালাইজড হওয়ার ঝুঁকিও আছে।”

ঘটনার বিষয়ে নিউমার্কেট থানার এসআই সৈয়দ আব্দুস সাত্তার বলেন, কলেজের বিজ্ঞান বিভাগের এক ছাত্র তারাপুর এলাকা থেকে আসার সময় হেলপারের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনাটি ঘটে। এতে তার ডান পায়ে গভীর জখম হয়।

তিনি আরও জানান, বিষয়টি ওসি-কে অবহিত করা হয়েছে। ওসি কলেজ প্রশাসন ও পরিবহন মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করবেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর