[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২

তিন দফা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪ এএম

সংগৃহীত ছবি

শোকজ নোটিশ ও বিভিন্ন ধরনের শাস্তিমূলক হুঁশিয়ারি উপেক্ষা করেই তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এবং ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর এক যুক্ত ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘোষণার ফলে দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’তালাবদ্ধ রাখার কর্মসূচি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)ও বহাল থাকবে।

শিক্ষকরা জানান, সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয় ১০ নভেম্বর যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটিতে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ২২ দিন পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় সারাদেশে পরীক্ষা বর্জন এবং বিদ্যালয় তালাবদ্ধ রাখার আন্দোলন অব্যাহত রয়েছে।

বৈঠকে আরও বলা হয়, ২০২৩ ও ২০২৫ ব্যাচসহ আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি উদ্বেগজনক। তিন দফা দাবির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনরত শিক্ষকরা।


শিক্ষকদের তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবির প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের ঘোষণার আলোকে আপাতত ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতার সমাধান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর