[email protected] বৃহঃস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১৯ অগ্রহায়ণ ১৪৩২

কুবিতে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ৯–১০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ৭:২৪ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৯ ও ১০ জানুয়ারি বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আয়োজক কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হায়দার আলী। এছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন।

এ সম্মেলনে দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীরা অংশ নেবেন। উপস্থাপিত নির্বাচিত প্রবন্ধসমূহ বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিজ্ঞান সাময়িকীতে প্রকাশ করা হবে।

গুরুত্বপূর্ণ সময়সীমা

  • অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার শেষ তারিখ: ৫ ডিসেম্বর
  • ফুল পেপার জমা দেওয়ার শেষ তারিখ: ২০ ডিসেম্বর
  • আর্লি বার্ড নিবন্ধনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর

নিবন্ধন ফি

  • স্থানীয় প্রতিনিধি: ২২০০ টাকা (আর্লি বার্ড ২০০০)
  • অতিথি: ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০)
  • শিক্ষার্থী: ১২০০ টাকা (আর্লি বার্ড ১০০০)
  • বিদেশি প্রতিনিধি: ১০০ মার্কিন ডলার (আর্লি বার্ড ৭৫ ডলার)
  • বিদেশি শিক্ষার্থী: ৫০ ডলার (আর্লি বার্ড ২৫ ডলার)

নিবন্ধন ফি জমা দেওয়ার নির্দেশনা

ফি জমা দিতে হবে সোনালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখায় খোলা ICMRS-2026 নামে অ্যাকাউন্টে।

  • অ্যাকাউন্ট নাম: ICMRS-2026
  • অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৮১৩৬০৬৪১
    এছাড়াও নির্ধারিত বিকাশ নম্বর ০১৭৭২২৪৪৩৩০-এ ফি প্রদান করা যাবে।

আয়োজকদের মন্তব্য

সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন,
“আমাদের এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের পরিচিতি বাড়াবে এবং র‍্যাংকিং উন্নয়নে সহায়তা করবে। দেশে ও বিদেশে অধিক সাইটেশনপ্রাপ্ত গবেষকদের আমরা এখানে আনতে চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করছে—আশা করি আমরা সফলভাবে একটি মানসম্মত সম্মেলন আয়োজন করতে পারব।”

সম্মেলন আয়োজন কমিটির সম্পাদক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব বলেন,
“প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এত বড় কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি এবং আমরা খুব সামান্য নিবন্ধন ফি রেখেছি। আমাদের আয়োজন দুটি স্থানে হবে—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বার্ডে।

পাঁচটি বিভাগের পাঁচজন শিক্ষকসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান গবেষকদের নিয়ে আমরা একটি সায়েন্টিফিক কমিটি গঠন করেছি। আশা করি সুষ্ঠুভাবে পুরো আয়োজন সম্পন্ন করতে পারব।”

উল্লেখ্য, সম্মেলনের উপদেষ্টা কমিটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী ও গবেষকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সৌদি আরবের বিজ্ঞানীরাও রয়েছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর