[email protected] বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫ ১:০২ এএম

সংগৃহীত ছবি

আজ বুধবার থেকে নিয়মিত বার্ষিক পরীক্ষ শুরু।

চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা

শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে এবং একাডেমিক চাপ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। ফলে বুধবার থেকে সারা দেশে নিয়মিত সময়সূচি অনুযায়ী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতের এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে পরীক্ষায় সহায়তা করা তাদের দায়িত্ব। তাই বার্ষিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকল শিক্ষকের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করছে বাসমাশিস। শিক্ষা কার্যক্রমে যেন ভবিষ্যতে কোনো বিঘ্ন না ঘটে সে বিষয়েও সতর্ক থাকার কথা উল্লেখ করেছে সংগঠনটি। দাবিগুলো নিয়ে পরবর্তী পদক্ষেপ শিগগিরই জানানো হবে বলেও জানানো হয়।

চার দাবিতে আন্দোলনরত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেছিলেন। এর অংশ হিসেবে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া বার্ষিক পরীক্ষাও স্থগিত ছিল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, কুমিল্লা, রংপুরসহ দেশের বহু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকালও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ঢাকা কলেজিয়েট স্কুল, সরকারি করোনেশন গার্লস হাইস্কুল (খুলনা), গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, সবুজবাগ সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিতের খবর পাওয়া যায়।

সরকারি মাধ্যমিক শিক্ষকদের চারটি মূল দাবি হলো—

  • সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে অন্তর্ভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ,
  • বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত সম্পন্ন করা,
  • সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি তিন কর্মদিবসের মধ্যে দেওয়া,
  • ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের অতিরিক্ত ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা বহাল রেখে গেজেট প্রকাশ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর