[email protected] মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১৮ অগ্রহায়ণ ১৪৩২

মঙ্গলবারও চলবে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ৮:২৯ পিএম

দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের তিন দফা দাবির

বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী মঙ্গলবারও পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রাখবেন। ফলে দ্বিতীয় দিনের মতো বার্ষিক পরীক্ষাও স্থগিত থাকবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সারাদেশের শিক্ষকরা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

সংগঠনের আহ্বায়ক সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানান, পরীক্ষা বর্জনসহ পূর্ণদিবস কর্মবিরতি আগামীকালও চলবে। এর আগে তিন দিন ধরে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে কর্মবিরতি পালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একজন সহকর্মীর মৃত্যুসহ বহু শিক্ষকের ত্যাগ–তিতিক্ষা বিফলে যেতে দেওয়া হবে না। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া আশ্বাস বাস্তব অগ্রগতিতে রূপ না নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষক সংগঠনের তিন দফা দাবি

১. সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ


২. ১০ ও ১৬ বছর চাকরি পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা


৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা

 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর