কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি)-এর প্রগতি স্মরণী ক্যাম্পাসে শুক্রবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৫ ট্রাইমেস্টার ও সামার-২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এইচ. এম. জহিরুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু পাঠ্যপুস্তকভিত্তিক নয়; বরং সমাজ, দেশ এবং ব্যক্তিগত দায়বদ্ধতা গড়ে তোলার সময় এটি। নতুন জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে হবে।
উপাচার্য প্রফেসর জহিরুল হক বলেন, উন্নত ক্যারিয়ার গঠনে একাডেমিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতার ভিত্তিতে ভালো মানুষ হয়ে ওঠা জরুরি।
পরিবার, দেশ ও বৈশ্বিক পরিসরে অবদান রাখার মানসিকতা নিয়েই শিক্ষার্থীদের এগোতে হবে। তিনি জানান, সিইউবি আধুনিক ক্লাসরুম, ল্যাব, দক্ষ শিক্ষক এবং নানা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. এস. এম. সিরাজুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. কাজী আবু তাহের, জনস্বাস্থ্য ও জীবন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ফজিতুন নেছা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ইনচার্জ) এ. এস. এম. জি. ফারুক।
বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান মিস বেনজীর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: