[email protected] বৃহঃস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
২৬ পৌষ ১৪৩১

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪ ৯:৩৪ পিএম

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রকাশিত ফলে ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন। গড় পাশের হার ২৪ শতাংশ। 

সোমবার বিকালে এনটিআরসিএ ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

গত ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৫ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন। ১৫ মে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়।

স্কুল ও কলেজ পর্যায় মিলিয়ে মোট পাশ করেন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পাশের হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর