জুন–২০২৫ সেশনের কেমব্রিজ পরীক্ষায় অসাধারণ ফলাফল
অর্জন করায় বাংলাদেশ থেকে ১২৪ শিক্ষার্থী এ বছর পেয়েছে আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
বিশ্বের ৪০টিরও বেশি দেশে দেওয়া এই পুরস্কার কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের দীর্ঘদিনের একটি আয়োজন, যা শিক্ষার্থীদের অসাধারণ একাডেমিক দক্ষতাকে স্বীকৃতি দেয়।
পুরস্কার চারটি বিভাগে দেওয়া হয়—
Top in the World
High Achievement
Top in Country
Best Across
বাংলাদেশি পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৯৪ জনের অর্জন ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’, অর্থাৎ তারা নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। এছাড়া ৪১ জন শিক্ষার্থী পেয়েছেন ‘টপ ইন বাংলাদেশ’ সম্মাননা।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কেমব্রিজের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। ভিডিও বার্তায় অংশ নেন কেমব্রিজ ইন্টারন্যাশনালের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। যুক্তরাজ্যের ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা মার্টিন ডসন বাংলাদেশে শিক্ষার উন্নয়নে যুক্তরাজ্যের ধারাবাহিক সহায়তার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সফল কেমব্রিজ অ্যালামনাইদের অভিজ্ঞতা শেয়ার, সাংস্কৃতিক পরিবেশনা এবং পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিতরণ করা হয়। কেমব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মকর্তা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসআর
মন্তব্য করুন: